১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল পুলিশের এডিসি রাশেদুল নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 22

এডিসি রাশেদুল

বরিশাল মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের গত ৪ দিন থেকে কোনো খোঁজ মিলছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দুপুরে অফিস থেকে বের হন এডিসি রাশেদুল ইসলাম। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারকে জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী করণীয় জানানো হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

বরিশাল পুলিশের এডিসি রাশেদুল নিখোঁজ

সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বরিশাল মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের গত ৪ দিন থেকে কোনো খোঁজ মিলছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দুপুরে অফিস থেকে বের হন এডিসি রাশেদুল ইসলাম। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে বিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারকে জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী করণীয় জানানো হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।