হোসেনপুরে অধ্যাপকের বাসায় চুরি

- সময় ০৫:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 25
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের এক অধ্যাপক সপরিবারে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার নিজ বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গত মঙ্গলবার ( ১১ মার্চ) রাতে দুর্বৃত্তরা গাছ দিয়ে ছাদে উঠে গেইট ও দরজার তালা ভেঙে ঘরের ভেতরে করে প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি, ড্রয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা,এলইডি টিভি ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় গৃহকর্তা হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এসএম আবুল মোমেন হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, ঘরের ভেতরের কাপড় চোপড়সহ সবকিছু তছনছ করা এবং আসবাবপত্রের তালা ভাঙ্গা রয়েছে। এসময় অধ্যাপক আবুল মোমেন জানান, গত মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে নিজ বাসায় তালা লাগিয়ে স্বপরিবারে পশ্চিম দ্বীপেশ্বর মোরগ মহল মসজিদ সংলগ্ন শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
বুধবার (১২ মার্চ) দুপুরে বাসায় এসে দেখতে পান সবকিছু এলোমেলো এবং দরজা ও ছাদের সিঁড়িকুটার তালাভাঙ্গা রয়েছে।পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তা সঙ্ঘবদ্ধ দূর্বৃত্তদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited