০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 55

কুষ্টিয়ায় দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পদ্মা নদীতে দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখ (৪৬)কে গ্রেপ্তার  করেছে কুমারখালী থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ইয়ারুল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়ারুল একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ইয়ারুল শেখ দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ২০২৪ সালের ২৮শে অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল অভিযানে পদ্মা নদীতে গেলে ইয়ারুল শেখের নেতৃত্বে তাদের পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

শেয়ার করুন

কুষ্টিয়ায় দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পদ্মা নদীতে দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখ (৪৬)কে গ্রেপ্তার  করেছে কুমারখালী থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ইয়ারুল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়ারুল একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ইয়ারুল শেখ দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ২০২৪ সালের ২৮শে অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল অভিযানে পদ্মা নদীতে গেলে ইয়ারুল শেখের নেতৃত্বে তাদের পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।