অবস্থা খুবই সংকটাপন্ন
আরেফিন সিদ্দিককে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

- সময় ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 19
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে লাইফ সাপোর্টে রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার (৮ মার্চ) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে, ঢাকার চিকিৎসকদের অনুমোদন পেলেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ঢাকার একটি ক্লাবে অবস্থানকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। এরপর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে তাকে দ্রুত বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ওইদিন প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। বিকেল ৪টা ২১ মিনিটে নিউরো আইসিইউতে ভর্তি করা হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, হার্টরেট কমতে থাকে এবং চোখের মনি বড় হয়ে যায়।
অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০৯ সালের ১৫ জানুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited