রায়পুরাতে গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু

- সময় ০৫:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 29
নরসিংদীর রায়পুরায় সামাজিক সংগঠন আলোকিত সমাজ-এর উদ্যোগে জমকালো আয়োজনে গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে রায়পুরা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে: তাত্তাকান্দা ক্রিকেট একাদশ, থানাহাটি ক্রিকেট একাদশ, পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ, দলিলনগর ক্রিকেট একাদশ, ঈগল একাদশ, হরিপুর ক্রিকেট একাদশ, পান্থশালা সিটি স্পোর্টিং ক্লাব, ভেলুয়ারচর স্টার একাদশ, লোচনপুর ক্রিকেট একাদশ, আবদুল্লাপুর ক্রিকেট একাদশ, হাইরমারা সিক্সার্স, চরধকুন্দি ক্রিকেট একাদশ, ভিটি মরজাল ক্রিকেট একাদশ, সওরাবাদ ক্রিকেট একাদশ, মেঘনা স্পোর্টিং ক্লাব এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জহিরুল হক (দুদু) স্মৃতি সংসদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমাজ-এর সভাপতি মোঃ আরমান শরীফ। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি মোঃ কাজী আলম, সাধারণ সম্পাদক ফারহিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সৈকত আহমেদ, ক্রীড়া সম্পাদক শাহীন সাগর মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল বাসার ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মোঃ আরমান শরীফ বলেন, “তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অন্যান্য বক্তারা জানান, “আমরা প্রতি বছর এ ধরনের ক্রীড়া আয়োজন করতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এবারের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যাম এন্টারপ্রাইজ। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited