০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 40

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জামালপুরে দুটি ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ (৮মার্চ) শনিবার ভোর সোয়া ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর পৌর এলাকার ছনকান্দা গোরস্থানের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর পৌর এলাকার ছনকান্দা গোরস্থানের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

তারা জানায়, দুর্ঘটনার সময় জামালপুর থেকে আসা একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার সময় রাস্তা পাশে দাঁড় করানো একটি ট্রাককে ধাক্কায় দেয়।

এ সময় ট্রাকটি পরিষ্কার করতে থাকা ট্রাকশ্রমিক জুয়েল আকন্দ (৪৫) ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই নিহত এবং ২ জন আহত হন।

একই সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি মোটরসাইকেল একজন আরোহী নিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়ানো অপর একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাওন (৩০) নিহত হন। আর মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

জামালপুরে দুটি ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ (৮মার্চ) শনিবার ভোর সোয়া ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর পৌর এলাকার ছনকান্দা গোরস্থানের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর পৌর এলাকার ছনকান্দা গোরস্থানের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

তারা জানায়, দুর্ঘটনার সময় জামালপুর থেকে আসা একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার সময় রাস্তা পাশে দাঁড় করানো একটি ট্রাককে ধাক্কায় দেয়।

এ সময় ট্রাকটি পরিষ্কার করতে থাকা ট্রাকশ্রমিক জুয়েল আকন্দ (৪৫) ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই নিহত এবং ২ জন আহত হন।

একই সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি মোটরসাইকেল একজন আরোহী নিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়ানো অপর একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাওন (৩০) নিহত হন। আর মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।