০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খুকৃবি সিন্ডিকেট সদস্য হলেন সাতক্ষীরার সন্তান

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া (সাতক্ষীরা)
  • সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 56

কৃষিবিদ ড. এস এম ফেরদৌস

সাতক্ষীরার কৃতি সন্তান কৃষিবিদ ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য পদে নিযুক্ত করা হয়।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ড. এস এম ফেরদৌস তার শিক্ষাজীবন শুরু করেন ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে থাকাকালীন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ৭ম ব্যাচের বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮৭ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৃষিবিদ ড. এস এম ফেরদৌস কৃষিখাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও নীতি-পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির কারণে তিনি সকলের কাছে সমাদৃত।

ড. এস এম ফেরদৌসের পিতা মরহুম এস এম বরকাতুল্যা ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার সহোদর এস এম মহসিন-উল-মুলক ২০০৯ ও ২০১৪ সালে বিপুল ভোটে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া, ক্রীড়াঙ্গনে তার অবদান অনস্বীকার্য, তার গড়ে তোলা মুসলিম স্পোর্টিং ক্লাব থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়ে ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে সহায়ক হবে।

শিক্ষা ও কৃষিখাতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন নিঃসন্দেহে যথাযথ এবং তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

শেয়ার করুন

খুকৃবি সিন্ডিকেট সদস্য হলেন সাতক্ষীরার সন্তান

সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

সাতক্ষীরার কৃতি সন্তান কৃষিবিদ ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য পদে নিযুক্ত করা হয়।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ড. এস এম ফেরদৌস তার শিক্ষাজীবন শুরু করেন ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে থাকাকালীন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ৭ম ব্যাচের বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮৭ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৃষিবিদ ড. এস এম ফেরদৌস কৃষিখাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও নীতি-পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির কারণে তিনি সকলের কাছে সমাদৃত।

ড. এস এম ফেরদৌসের পিতা মরহুম এস এম বরকাতুল্যা ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার সহোদর এস এম মহসিন-উল-মুলক ২০০৯ ও ২০১৪ সালে বিপুল ভোটে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া, ক্রীড়াঙ্গনে তার অবদান অনস্বীকার্য, তার গড়ে তোলা মুসলিম স্পোর্টিং ক্লাব থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়ে ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে সহায়ক হবে।

শিক্ষা ও কৃষিখাতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন নিঃসন্দেহে যথাযথ এবং তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।