উখিয়াতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

- সময় ১১:৩০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 18
কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন আরাফাত নামে এক যুবক। বুধবার (৫ মার্চ) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকার বৈশাখী হ্যাচারিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিদানিয়া এলাকার বাসিন্দা এবং মৃত মো. ইলিয়াছের ছেলে।
বৈশাখী হ্যাচারির পাহারাদার জানান, হ্যাচারির পাশের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আরাফাত বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয় এবং কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, চুরির ঘটনায় আরও ৩-৪ জন জড়িত থাকতে পারে, কারণ এর আগেও একই জায়গা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আরাফাতকে হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited