০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদির নাম শুনেই হাসলেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক
  • সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 21

বিসিবি সভাপতি-আফ্রিদি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই বললেন, “ভালো হয়েছে, লাহোরে এসে আফ্রিদির সঙ্গে দেখা হয়নি!” কথাটি বলার আগে এক চোট হেসেও নিলেন তিনি।

তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির অভিযোগ ঠিকই পিছু নিয়েছে ফারুককে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ার অভিযোগ তুলে আফ্রিদি বিসিবি সভাপতিকে ই-মেইল পাঠান। কিন্তু তিনি চুক্তির কোনো কপি দেননি, ফলে পুরো বিষয়টি এখনো কিছুটা অস্পষ্ট রয়ে গেছে।

ফারুক স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বিসিবির এখানে কিছু করার নেই। কারণ, বিপিএলে বোর্ড, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি থাকে। ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা মেন্টর হিসেবে নেবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আফ্রিদির মতো কেউ যদি এ ধরনের অভিযোগ তোলেন, তাহলে সেটি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলে।

আইনি সমাধানের পথও বন্ধ বলে মনে করেন বিসিবি সভাপতি। “আমরা শুধু অনুরোধ করতে পারি (ফ্র্যাঞ্চাইজিকে), কারণ আইনি ভিত্তিতে কিছু করার সুযোগ নেই,” বললেন তিনি। তবে এই ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথাও স্বীকার করলেন ফারুক।

ফারুক আহমেদ লাহোরে এসেছেন মূলত ভিন্ন এক কারণে—বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করা।

জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভিও নিশ্চিত করেছেন, খুব শিগগিরই দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর পাকিস্তান দলে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে পিসিবি।

তবে বাংলাদেশের ক্ষেত্রে এখনই এ ধরনের সিদ্ধান্ত আসছে না বলে জানালেন ফারুক আহমেদ। তিনি বলেন, “মুশফিক-রিয়াদের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি। সিনিয়র খেলোয়াড়দের অবসরের সিদ্ধান্ত তাদের নিজেদের দিক থেকেই আসা উচিত।” যেহেতু বাংলাদেশের পরবর্তী সাদা বলের সিরিজ জুলাই-আগস্টে, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় রয়েছে।

জাতীয় দলের নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। বিসিবির পছন্দের তালিকায় আছেন ফিল সিমন্স, যিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে দলের দায়িত্বে ছিলেন। “সিমন্স সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করেছেন। এবার আমরা তাঁকে পূর্ণকালীন কোচ হিসেবে পেতে চাই,” জানালেন বিসিবি সভাপতি

শেয়ার করুন

আফ্রিদির নাম শুনেই হাসলেন বিসিবি সভাপতি

সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই বললেন, “ভালো হয়েছে, লাহোরে এসে আফ্রিদির সঙ্গে দেখা হয়নি!” কথাটি বলার আগে এক চোট হেসেও নিলেন তিনি।

তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির অভিযোগ ঠিকই পিছু নিয়েছে ফারুককে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ার অভিযোগ তুলে আফ্রিদি বিসিবি সভাপতিকে ই-মেইল পাঠান। কিন্তু তিনি চুক্তির কোনো কপি দেননি, ফলে পুরো বিষয়টি এখনো কিছুটা অস্পষ্ট রয়ে গেছে।

ফারুক স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বিসিবির এখানে কিছু করার নেই। কারণ, বিপিএলে বোর্ড, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়ের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি থাকে। ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা মেন্টর হিসেবে নেবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আফ্রিদির মতো কেউ যদি এ ধরনের অভিযোগ তোলেন, তাহলে সেটি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলে।

আইনি সমাধানের পথও বন্ধ বলে মনে করেন বিসিবি সভাপতি। “আমরা শুধু অনুরোধ করতে পারি (ফ্র্যাঞ্চাইজিকে), কারণ আইনি ভিত্তিতে কিছু করার সুযোগ নেই,” বললেন তিনি। তবে এই ঘটনার পর ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথাও স্বীকার করলেন ফারুক।

ফারুক আহমেদ লাহোরে এসেছেন মূলত ভিন্ন এক কারণে—বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করা।

জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভিও নিশ্চিত করেছেন, খুব শিগগিরই দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর পাকিস্তান দলে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে পিসিবি।

তবে বাংলাদেশের ক্ষেত্রে এখনই এ ধরনের সিদ্ধান্ত আসছে না বলে জানালেন ফারুক আহমেদ। তিনি বলেন, “মুশফিক-রিয়াদের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি। সিনিয়র খেলোয়াড়দের অবসরের সিদ্ধান্ত তাদের নিজেদের দিক থেকেই আসা উচিত।” যেহেতু বাংলাদেশের পরবর্তী সাদা বলের সিরিজ জুলাই-আগস্টে, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় রয়েছে।

জাতীয় দলের নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। বিসিবির পছন্দের তালিকায় আছেন ফিল সিমন্স, যিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ১০০ দিনের চুক্তিতে দলের দায়িত্বে ছিলেন। “সিমন্স সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করেছেন। এবার আমরা তাঁকে পূর্ণকালীন কোচ হিসেবে পেতে চাই,” জানালেন বিসিবি সভাপতি