০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 66

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা।

বুধবার (৫ মার্চ) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির একাধিক আভিযানিক দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর সীমান্ত এলাকায় এসব পণ্য আটক করা হয়।

ঘোনা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ আটক করা হয়। ভোমরা, গাজীপুর, সুলতানপুর ও পদ্মশাখরা সীমান্তে ভারতীয় ওষুধ জব্দের পরিমাণ প্রায় ৩.৫ লাখ টাকা। কাকডাঙ্গা ও মাদরা সীমান্তে ১.৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করা হয়।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবি জানায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজিবির এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সময় ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা।

বুধবার (৫ মার্চ) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির একাধিক আভিযানিক দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর সীমান্ত এলাকায় এসব পণ্য আটক করা হয়।

ঘোনা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় ওষুধ আটক করা হয়। ভোমরা, গাজীপুর, সুলতানপুর ও পদ্মশাখরা সীমান্তে ভারতীয় ওষুধ জব্দের পরিমাণ প্রায় ৩.৫ লাখ টাকা। কাকডাঙ্গা ও মাদরা সীমান্তে ১.৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করা হয়।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবি জানায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজিবির এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।