কিশোরগঞ্জে জলমাহল থেকে কোটি টাকার মাছ লুট

- সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 76
কিশোরগঞ্জের ইটনায় জলমহাল থেকে প্রায় কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং আফানিয়া জলমহালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন এবং খালিয়াজুরী এলাকা থেকে প্রায় ৬০০-৭০০ জন মাছ শিকারি পলো ও লাঠিসোটা নিয়ে জলমহালে নেমে পড়ে এবং বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়। জলমহালের লোকজন বাধা দিতে গেলে তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

জলমহালের ইজারাদার রনজিৎ চন্দ্র দাস জানান, তিনি উত্তর ধীনেষপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে জলমহালটি ইজারা নিয়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অভয়াশ্রম তৈরি করেছেন। কিন্তু একদল মাছ শিকারি জোরপূর্বক জলমহালে প্রবেশ করে প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেছে। তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগকে জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির জন্য আইনগত সহযোগিতা আশা করছেন।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, জলমহাল থেকে মাছ ধরার বিষয়টি জানা গেছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited