০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিচারের দাবিতে বিক্ষোভ

বরিশালের তিন চোরের আতঙ্কে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
  • সময় ০২:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 115

তিন চোরের আতঙ্কে শিশু মত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে চুরির সময় দেখে ফেলায় তিন চোরের ভয় দেখানোয় আতঙ্কে অসুস্থ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দিনমজুর নজরুল হাওলাদার ও মারুফা বেগমের ছোট ছেলে মুন্না (৩ বছর ৫ মাস) ঘরে একা ছিল। এ সময় একই গ্রামের কালু খাঁনের ছেলে মাদকসেবী শাহিন খাঁন, কমল রায়ের ছেলে মাদকসেবী কল্যান রায় এবং তাদের সহযোগী ভ্যানচালক বরিউল ফকির বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ চুরি করতে আসে। চুরির সময় মুন্না তাদের দেখে ফেললে চোরেরা দা দেখিয়ে ভয় দেখায় এবং কাউকে কিছু না বলতে হুমকি দেয়।

পরে শিশুটি মা-বাবাকে ঘটনাটি জানালে, চুরি হওয়া মাছগুলো স্থানীয় রবিউল ফকিরের মাধ্যমে বিক্রির জন্য নেওয়া হয়েছে। চোরদের শনাক্ত করে সোমবার রাতেই এক মাদক কারবারীর বাড়ি থেকে মাছগুলো উদ্ধার করা হয়।

পরদিন ভোরে মুন্না গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শিশুটির বাবা-মা ও স্থানীয়দের দাবি, চোরদের ভয় দেখানোর কারণেই আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে মুন্নার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

বিচারের দাবিতে বিক্ষোভ

বরিশালের তিন চোরের আতঙ্কে শিশুর মৃত্যু

সময় ০২:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে চুরির সময় দেখে ফেলায় তিন চোরের ভয় দেখানোয় আতঙ্কে অসুস্থ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দিনমজুর নজরুল হাওলাদার ও মারুফা বেগমের ছোট ছেলে মুন্না (৩ বছর ৫ মাস) ঘরে একা ছিল। এ সময় একই গ্রামের কালু খাঁনের ছেলে মাদকসেবী শাহিন খাঁন, কমল রায়ের ছেলে মাদকসেবী কল্যান রায় এবং তাদের সহযোগী ভ্যানচালক বরিউল ফকির বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ চুরি করতে আসে। চুরির সময় মুন্না তাদের দেখে ফেললে চোরেরা দা দেখিয়ে ভয় দেখায় এবং কাউকে কিছু না বলতে হুমকি দেয়।

পরে শিশুটি মা-বাবাকে ঘটনাটি জানালে, চুরি হওয়া মাছগুলো স্থানীয় রবিউল ফকিরের মাধ্যমে বিক্রির জন্য নেওয়া হয়েছে। চোরদের শনাক্ত করে সোমবার রাতেই এক মাদক কারবারীর বাড়ি থেকে মাছগুলো উদ্ধার করা হয়।

পরদিন ভোরে মুন্না গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শিশুটির বাবা-মা ও স্থানীয়দের দাবি, চোরদের ভয় দেখানোর কারণেই আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে মুন্নার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।