উখিয়ায় রোহিঙ্গা হেড মাঝিকে কুপিয়ে হত্যা

- সময় ১২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 38
কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুর (২৫) সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং এলাকার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, তারাবির নামাজ পড়ে নিজ ঘরে ফেরার পথে মোহাম্মদ নুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত নুর ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দের ছেলে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নামে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, নিহত নুরকে গত বছর রমজানেও কুপিয়ে আহত করা হয়েছিল। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
এদিকে, রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, মোহাম্মদ নুর একসময় সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)-র সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited