০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

নিউজ ডেস্ক
  • সময় ১০:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 25

ফাইনালে ভারত

দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার শুভমান গিল মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক রোহিত শর্মাও ২৮ রান করে আউট হন, ফলে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ১১১ বলে ৯১ রানের জুটিতে তারা ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান। তবে আইয়ার ৪৫ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার বলে। অক্ষর প্যাটেলও ৩০ বলে ২৭ রান করে ফিরে যান।

অভিজ্ঞ কোহলি দেখেশুনে খেলে দলকে এগিয়ে নেন এবং সেঞ্চুরির পথে ছিলেন। তবে ৪৩তম ওভারে জাম্পার বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৮ বলে ৮৪ রানের দায়িত্বশীল ইনিংসে মাত্র ৫টি বাউন্ডারি মারেন কোহলি।

শেষ দিকে অস্ট্রেলিয়া ভারতকে চাপের মধ্যে ফেলে। তবে ৪৭তম ওভারে জাম্পার শেষ দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে ২৮ রান করে আউট হলেও তখন ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। লোকেশ রাহুল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন এবং ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া ২৬৪ রানেই অলআউট হয়, ইনিংসের ৩ বল বাকি থাকতে।

শুরুতেই কুপার কনোলি শূন্য রানে ফিরে যান। তবে ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হন।

স্মিথ ও ক্যারে জোড়া ফিফটি করেন। স্মিথ ৯৬ বলে ৭৩ রান করেন, ৪টি চার ও ১টি ছক্কায়। অন্যদিকে, অ্যালেক্স ক্যারে ৫৭ বলে ৬১ রান করেন, ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে।

ফাইনালে ভারত
ফাইনালে ভারত

গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৭ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। দলকে দুইশ’র ঘরে পৌঁছে দেন স্মিথ। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় ২৬৪ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

অস্ট্রেলিয়া লড়াই করলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ভারত। দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল।

শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

সময় ১০:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার শুভমান গিল মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক রোহিত শর্মাও ২৮ রান করে আউট হন, ফলে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ১১১ বলে ৯১ রানের জুটিতে তারা ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান। তবে আইয়ার ৪৫ রান করে বোল্ড হন অ্যাডাম জাম্পার বলে। অক্ষর প্যাটেলও ৩০ বলে ২৭ রান করে ফিরে যান।

অভিজ্ঞ কোহলি দেখেশুনে খেলে দলকে এগিয়ে নেন এবং সেঞ্চুরির পথে ছিলেন। তবে ৪৩তম ওভারে জাম্পার বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৮ বলে ৮৪ রানের দায়িত্বশীল ইনিংসে মাত্র ৫টি বাউন্ডারি মারেন কোহলি।

শেষ দিকে অস্ট্রেলিয়া ভারতকে চাপের মধ্যে ফেলে। তবে ৪৭তম ওভারে জাম্পার শেষ দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে ২৮ রান করে আউট হলেও তখন ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। লোকেশ রাহুল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন এবং ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া ২৬৪ রানেই অলআউট হয়, ইনিংসের ৩ বল বাকি থাকতে।

শুরুতেই কুপার কনোলি শূন্য রানে ফিরে যান। তবে ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হন।

স্মিথ ও ক্যারে জোড়া ফিফটি করেন। স্মিথ ৯৬ বলে ৭৩ রান করেন, ৪টি চার ও ১টি ছক্কায়। অন্যদিকে, অ্যালেক্স ক্যারে ৫৭ বলে ৬১ রান করেন, ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে।

ফাইনালে ভারত
ফাইনালে ভারত

গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৭ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। দলকে দুইশ’র ঘরে পৌঁছে দেন স্মিথ। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় ২৬৪ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

অস্ট্রেলিয়া লড়াই করলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ভারত। দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল।