যশোরে মাদক কারবারি মা-মেয়ে গ্রেপ্তার

- সময় ১০:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 51
যশোরে মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ শহরের কুখ্যাত মা ও মেয়ে মাদক কারবারি শাহানারা বেগম (৫৫) ও তৃষ্ণা আক্তার প্রিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তারা একটি পরিত্যক্ত বাড়ির সামনে মাদক বিক্রি করছিলেন। আটক করতে গেলে ওই দুই নারী পুলিশের ওপর চড়াও হন। পরে নারী পুলিশসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে ঘটনাস্থল ঘেরাও করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিয়া শহরের রেলগেট এলাকার মৃত কাজী আক্তার হোসেনের মেয়ে এবং শাহানারা তার মা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
এর আগে, মঙ্গলবার দুপুর ২টায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী এক ব্রিফিংয়ে মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর নির্দেশনা দেন। এরপর সন্ধ্যা থেকেই অভিযান শুরু হয়।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, শাহানারা ও প্রিয়া দুজনেই শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। শাহানারার বিরুদ্ধে ৪টি ও প্রিয়ার বিরুদ্ধে ১৬টি মাদক মামলা থাকায় তারা পুলিশের তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটক করতে গেলে তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সফলভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited