ফারাক্কা পরিদর্শন শেষে আবুল হোসেন
গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে

- সময় ০৯:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 20
গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা ও বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে অংশ নিতে বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধি দল সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছে। সেখান থেকে হাওড়া রেলস্টেশন হয়ে ট্রেনে মুর্শিদাবাদের ফারাক্কায় যান তারা। প্রতিনিধি দলের সঙ্গে ভারতের নদী কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে তারা যৌথভাবে ফারাক্কা ব্যারাজ পরিদর্শন করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার (৪ মার্চ) পরিদর্শন শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ফারাক্কার নাব্যতা কিছুটা হ্রাস পেয়েছে। জানুয়ারিতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও ফেব্রুয়ারিতে তা কিছুটা কমে গেছে। তবে এটি স্বাভাবিক প্রবাহগত পরিবর্তনের অংশ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়িত হচ্ছে এবং এর মেয়াদ বৃদ্ধির বিষয়ে বিশেষ কমিটি সিদ্ধান্ত নেবে। ফারাক্কা পরিদর্শনের পর প্রতিনিধি দল কলকাতায় রুটিন বৈঠকে অংশ নেবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তার আগেই এই পরিদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited