০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর অজুহাত নয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 63

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার কোনো অজুহাত তৈরি করা যাবে না। একজনের মতামত বা চিন্তা-চেতনা অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার একদিন হবেই। আদালত তার নিজস্ব নিয়মে চলে, সুতরাং তার দ্রুত বিচার সম্ভব।

প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি অনুষ্ঠানে ধুলাবালির কারণে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

নির্বাচন পেছানোর অজুহাত নয়: মির্জা আব্বাস

সময় ০৮:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার কোনো অজুহাত তৈরি করা যাবে না। একজনের মতামত বা চিন্তা-চেতনা অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার একদিন হবেই। আদালত তার নিজস্ব নিয়মে চলে, সুতরাং তার দ্রুত বিচার সম্ভব।

প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি অনুষ্ঠানে ধুলাবালির কারণে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।