রোহিত শর্মার দলকে করতে হবে ২৬৫ রান

- সময় ০৭:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 19
স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটির পরও ৫০ ওভার টিকতে পারল না অস্ট্রেলিয়া। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে হলে ভারতকে করতে হবে ২৬৫ রান।
দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুটা ভালো হয়নি, দলভুক্ত নতুন মুখ কুপার কনোলি রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন।
এরপর ট্রাভিস হেড মারকুটে ব্যাটিং করলেও বেশি দূর যেতে পারেননি। ৩৩ বলে ৩৯ রান করে তিনি বরুণ চক্রবর্তীর শিকার হন। মার্নাস লাবুশেন (২৯) ও জস ইংলিশ (১১) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে অজিরা।

তবে দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৬ বলে ৭৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। যদিও ইনিংসের শুরুতে দুইবার জীবন পেয়েছিলেন—একবার শামির বলে ক্যাচ পড়ায়, আরেকবার অক্ষর প্যাটেলের বলে স্টাম্প না ভাঙায় বেঁচে যান। শেষ পর্যন্ত শামির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েল ৭ রান করে অক্ষরের বলে বোল্ড হন। তবে ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন অ্যালেক্স ক্যারে। ৫৭ বলে ৬১ রানের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। রানআউট হওয়ার আগে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন।
ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited