খুলনায় গৃহবধূর নগ্ন ছবি ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার দুই

- সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 35
খুলনায় এক গৃহবধূর পোশাক পরিবর্তনের সময় গোপনে স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ওই গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিওসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল শেখের সঙ্গে ভিকটিম গৃহবধূর পারিবারিক বিরোধ ছিল। সে দীর্ঘদিন ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে নাজমুল গোপনে গোসলের পর পোশাক পরিবর্তনের দৃশ্যের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। পরে এসব ছবি ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাবে রাজি হতে বাধ্য করার চেষ্টা চালায়। রাজি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, সোমবার (৩ মার্চ) ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited