লেংটা বাবার মাজারের গেট গুঁড়িয়ে দিল তৌহিদি জনতা

- সময় ০৩:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 34
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন হজরত মো. শাহ নেওয়াজ ফকির শাহনূরী লেংটা বাবার মাজারে ওরশ উপলক্ষে তৈরি গেট গুঁড়িয়ে দিয়েছে এলাকার তৌহিদি জনতা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে এশার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৫ মার্চ) থেকে তিন দিনব্যাপী মাসকা বাজার-সংলগ্ন এলাকায় লেংটা বাবার দরবারে ওরশের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে প্রাথমিকভাবে বাধা দেয় এলাকার কয়েকজন তৌহিদি জনতা এবং মাজার কর্তৃপক্ষকে বুঝিয়ে বললে তারা তা বন্ধের ওয়াদা করে। কিন্তু পরে আবার ওরশ করার প্রস্তুতি নেয় মাজার কর্তৃপক্ষ। পরে মাসকা একাকার তৌহিদি জনতা তা দেখে পরামর্শ করে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (৩ মার্চ) রাত এশার নামাজের পর গেট গুঁড়িয়ে দেয়।
এ ঘটনায় একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কথা বলছেন তৌহিদি জনতার পক্ষে এক ব্যক্তি। তিনি বলেন, ওরশে মাদক, জুয়াসহ অনৈতিক কর্মকাণ্ড চলে, তাই আমরা মাজার কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও তারা ওরশ করার প্রস্তুতি নেয়।
এ সময় তিনি তৌহিদি জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আল্লাহ পাক যেন আপনাদের ইমানি শক্তি আরও বলীয়ান করেন আমিন।’
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আগামী ৫ মার্চ থেকে তিন দিনব্যাপী ওরশের আয়োজন করে লেংটা বাবার মাজার কর্তৃপক্ষ। গতকাল রাতে এশার নামাজের পর এলাকার কিছু ব্যক্তি ওরস উপলক্ষে তৈরি গেট গুঁড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে মূল মাজারের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আমি থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited