১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা পুরস্কারের সংখ্যা কমেছে

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 32

স্বাধীনতা পুরষ্কার (ফাইল ছবি)

গত বছর ১০ জন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেলেও এবার সংখ্যা কমছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।’

স্বাধীনতা পুরষ্কার নিয়ে বৈঠক শেষে দুই উপদেষ্টা
স্বাধীনতা পুরষ্কার নিয়ে বৈঠক শেষে দুই উপদেষ্টা

বৈঠক শেষে আসিফ নজরুল জানান, অতীতে স্বাধীনতা পুরস্কার বিতর্কিত ব্যক্তিদেরও দেওয়া হয়েছিল, এমনকি র‍্যাবের মতো প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। তবে এবার সেই ধারা পরিবর্তন করে শুধুমাত্র প্রকৃত যোগ্য ও গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ নজরুল বলেন, এ বছর ১০ জনেরও কম বিশিষ্ট ব্যক্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।

আপনারা একুশে পদকের মনোনয়ন দেখে সন্তুষ্ট হয়েছেন, এবার স্বাধীনতা পুরস্কারের তালিকা দেখে আরও বেশি আনন্দিত হবেন। মনে হবে, আমরা এই গুণী ব্যক্তিদের পুরস্কার দিতে পেরে ধন্য হয়েছি, যোগ করেন আইন উপদেষ্টা।

এ বছরের মনোনয়ন তালিকায় রয়েছেন এমন ব্যক্তিরা, যাঁরা জীবনব্যাপী অসামান্য অবদান রেখেছেন কিন্তু এত বছরেও জাতীয় পর্যায়ের কোনো পুরস্কার পাননি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কমিটির সুপারিশ এখন উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদনের পরই বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, “এবারের স্বাধীনতা পুরস্কার হবে অনন্য। ভবিষ্যতে এভাবে পুরস্কার দেওয়া হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

গত বছর ১০ জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। তবে এবার সংখ্যা কম হলেও, পুরস্কারপ্রাপ্তরা সত্যিই অনন্য ও যোগ্যতমদের মধ্যে থেকে বাছাই করা হয়েছে বলেও দাবি ‍দুই উপদেষ্টার।

শেয়ার করুন

স্বাধীনতা পুরস্কারের সংখ্যা কমেছে

সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

গত বছর ১০ জন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেলেও এবার সংখ্যা কমছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।’

স্বাধীনতা পুরষ্কার নিয়ে বৈঠক শেষে দুই উপদেষ্টা
স্বাধীনতা পুরষ্কার নিয়ে বৈঠক শেষে দুই উপদেষ্টা

বৈঠক শেষে আসিফ নজরুল জানান, অতীতে স্বাধীনতা পুরস্কার বিতর্কিত ব্যক্তিদেরও দেওয়া হয়েছিল, এমনকি র‍্যাবের মতো প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। তবে এবার সেই ধারা পরিবর্তন করে শুধুমাত্র প্রকৃত যোগ্য ও গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ নজরুল বলেন, এ বছর ১০ জনেরও কম বিশিষ্ট ব্যক্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।

আপনারা একুশে পদকের মনোনয়ন দেখে সন্তুষ্ট হয়েছেন, এবার স্বাধীনতা পুরস্কারের তালিকা দেখে আরও বেশি আনন্দিত হবেন। মনে হবে, আমরা এই গুণী ব্যক্তিদের পুরস্কার দিতে পেরে ধন্য হয়েছি, যোগ করেন আইন উপদেষ্টা।

এ বছরের মনোনয়ন তালিকায় রয়েছেন এমন ব্যক্তিরা, যাঁরা জীবনব্যাপী অসামান্য অবদান রেখেছেন কিন্তু এত বছরেও জাতীয় পর্যায়ের কোনো পুরস্কার পাননি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কমিটির সুপারিশ এখন উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদনের পরই বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, “এবারের স্বাধীনতা পুরস্কার হবে অনন্য। ভবিষ্যতে এভাবে পুরস্কার দেওয়া হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

গত বছর ১০ জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। তবে এবার সংখ্যা কম হলেও, পুরস্কারপ্রাপ্তরা সত্যিই অনন্য ও যোগ্যতমদের মধ্যে থেকে বাছাই করা হয়েছে বলেও দাবি ‍দুই উপদেষ্টার।