০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 24

বইমেলা (ফাইল ফটো)

আজ (২৮ ফেব্রুয়ারি), অমর একুশে বইমেলা-২০২৫ শেষ হচ্ছে। এ বছর মেলার সময় আর বাড়ানো হয়নি। তবে ছুটির দিনে, অর্থাৎ শুক্রবার, মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোজা এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনায়, এবার মেলার সময় বাড়ানোর কোনো পরিকল্পনা ছিল না এবং নির্ধারিত সময়েই সমস্ত কার্যক্রম শেষ হবে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, শেষ দিন হিসেবে বইমেলা শেষ হবে।

এবারের বইমেলা প্রসঙ্গে ড. সরকার আমিন বলেন, বইমেলা আয়োজনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে, সকল বাধা-বিপত্তি পেরিয়ে সফলভাবে বইমেলা আয়োজন করা সম্ভব হয়েছে, যা একটি বড় সাফল্য। তিনি আরও বলেন, বইমেলা এখন শুধু একটি বই বিক্রির বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনমেলা। লেখক এবং পাঠকদের সম্পর্ক গড়ে ওঠার জায়গা, যা এই মেলার আসল উদ্দেশ্য।

এছাড়া, বাংলা একাডেমি নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা আয়োজন করার ব্যাপারে তিনি বলেন, এটি ভবিষ্যতে বিবেচনা করা হবে। যদিও এ বছর মেলা আয়োজনের জন্য ইভেন্টের ওপর নির্ভর করতে হয়েছে, তবে নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা আয়োজন করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

১ ফেব্রুয়ারি এবারের অমর একুশে বইমেলা উদ্বোধন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা হিসেবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শেয়ার করুন

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আজ (২৮ ফেব্রুয়ারি), অমর একুশে বইমেলা-২০২৫ শেষ হচ্ছে। এ বছর মেলার সময় আর বাড়ানো হয়নি। তবে ছুটির দিনে, অর্থাৎ শুক্রবার, মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোজা এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনায়, এবার মেলার সময় বাড়ানোর কোনো পরিকল্পনা ছিল না এবং নির্ধারিত সময়েই সমস্ত কার্যক্রম শেষ হবে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, শেষ দিন হিসেবে বইমেলা শেষ হবে।

এবারের বইমেলা প্রসঙ্গে ড. সরকার আমিন বলেন, বইমেলা আয়োজনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে, সকল বাধা-বিপত্তি পেরিয়ে সফলভাবে বইমেলা আয়োজন করা সম্ভব হয়েছে, যা একটি বড় সাফল্য। তিনি আরও বলেন, বইমেলা এখন শুধু একটি বই বিক্রির বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনমেলা। লেখক এবং পাঠকদের সম্পর্ক গড়ে ওঠার জায়গা, যা এই মেলার আসল উদ্দেশ্য।

এছাড়া, বাংলা একাডেমি নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা আয়োজন করার ব্যাপারে তিনি বলেন, এটি ভবিষ্যতে বিবেচনা করা হবে। যদিও এ বছর মেলা আয়োজনের জন্য ইভেন্টের ওপর নির্ভর করতে হয়েছে, তবে নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা আয়োজন করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

১ ফেব্রুয়ারি এবারের অমর একুশে বইমেলা উদ্বোধন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা হিসেবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।