০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন ঘটনা এটাই প্রথম

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 86

এটিএম আজহারুল ইসলাম

মানবতাবিরোধী যুদ্ধাপরাদের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই অনুমতি প্রদান করেন। এর আগে, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে আদালত আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন।

এদিন বেলা পৌনে ১১টায় আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
তাকে সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম।

এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অঙ্গতিসহ ৪টি কারণে এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে, ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ এই রায় বহাল রাখেন। এর বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আজহারুল ইসলামের আপিল করার অনুমতি মঞ্জুর করা হয়।

 

শেয়ার করুন

রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন ঘটনা এটাই প্রথম

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি

সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মানবতাবিরোধী যুদ্ধাপরাদের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই অনুমতি প্রদান করেন। এর আগে, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে আদালত আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন।

এদিন বেলা পৌনে ১১টায় আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
তাকে সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম।

এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অঙ্গতিসহ ৪টি কারণে এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে, ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ এই রায় বহাল রাখেন। এর বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আজহারুল ইসলামের আপিল করার অনুমতি মঞ্জুর করা হয়।