০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক আইজিপি নূর মোহাম্মদের

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৭:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 79

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক আইজিপি নূর মোহাম্মদের

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা যায়।

আবেদনে বলা হয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি ৭০ লাখ টাকা উপার্জন ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্ত্রীসহ নূর মোহাম্মদ দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

শেয়ার করুন

স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক আইজিপি নূর মোহাম্মদের

সময় ০৭:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা যায়।

আবেদনে বলা হয়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি ৭০ লাখ টাকা উপার্জন ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্ত্রীসহ নূর মোহাম্মদ দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।