১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে সর্বনিম্ন ট্যাক্স-ভ্যাট আদায়ের হার বাংলাদেশে

অর্থনৈতিক প্রতিবেদক
  • সময় ০৭:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 21

আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে কম কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করা হয়। তিনি বলেন, প্রতি বছর ঋণের ওপর নির্ভর করে বাজেট সম্প্রসারণ করা হচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যানের মতে, ভ্যাট মূলত গ্রাহকের কাছ থেকে আদায় করা হলেও এটি যথাযথভাবে সরকারের কোষাগারে জমা হয় না। ব্যবসায়ীদের দায়িত্ব হলো গ্রাহকের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে সরকারকে প্রদান করা, তবে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পালিত হয় না। ফলে বাজেট ভারসাম্য রক্ষায় সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হয়।

তিনি আরও জানান, দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করতে ট্যাক্স আদায়ের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এনবিআর শুধু অর্থ সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবে, আর আইন প্রণয়ন করবে পৃথক সংস্থা। এছাড়া রাজস্ব সংগ্রহে অটোমেশন ব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় তিনি আরও বলেন, সুলতানগঞ্জ-মায়া নৌবন্দরে রাজস্ব আদায়ের প্রক্রিয়া দ্রুত চালু করা হবে। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মেশিনারি পার্টস আমদানির সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়ার ব্যবসায়ী ও চেম্বার নেতারা অংশ নেন। সভার শুরুতে ব্যবসায়ীরা জানান, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও উচ্চ হারে কর ও শুল্ক প্রদানের ফলে ব্যবসা পরিচালনায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তারা আসন্ন বাজেটে করের আওতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান কর, ভ্যাট ও শুল্কহার বৃদ্ধি না করার আহ্বান জানান। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

বিশ্বে সর্বনিম্ন ট্যাক্স-ভ্যাট আদায়ের হার বাংলাদেশে

সময় ০৭:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে কম কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করা হয়। তিনি বলেন, প্রতি বছর ঋণের ওপর নির্ভর করে বাজেট সম্প্রসারণ করা হচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যানের মতে, ভ্যাট মূলত গ্রাহকের কাছ থেকে আদায় করা হলেও এটি যথাযথভাবে সরকারের কোষাগারে জমা হয় না। ব্যবসায়ীদের দায়িত্ব হলো গ্রাহকের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে সরকারকে প্রদান করা, তবে অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পালিত হয় না। ফলে বাজেট ভারসাম্য রক্ষায় সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হয়।

তিনি আরও জানান, দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করতে ট্যাক্স আদায়ের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এনবিআর শুধু অর্থ সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবে, আর আইন প্রণয়ন করবে পৃথক সংস্থা। এছাড়া রাজস্ব সংগ্রহে অটোমেশন ব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় তিনি আরও বলেন, সুলতানগঞ্জ-মায়া নৌবন্দরে রাজস্ব আদায়ের প্রক্রিয়া দ্রুত চালু করা হবে। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মেশিনারি পার্টস আমদানির সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনা সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়ার ব্যবসায়ী ও চেম্বার নেতারা অংশ নেন। সভার শুরুতে ব্যবসায়ীরা জানান, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও উচ্চ হারে কর ও শুল্ক প্রদানের ফলে ব্যবসা পরিচালনায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তারা আসন্ন বাজেটে করের আওতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান কর, ভ্যাট ও শুল্কহার বৃদ্ধি না করার আহ্বান জানান। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।