০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাগরিক কমিটির দুই প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৭:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 60

মোংলায় নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জাতীয় নাগরিক কমিটির মোংলা শাখার দুই প্রতিনিধির বিরুদ্ধে রমরমা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত পুরো টাকা না দেয়ায় প্রবাসীকে হুমকিও দেয়া হচ্ছে। প্রতিকার পেতে প্রবাসী মো. বায়েজিদ শেখ নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, মোংলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমাঠ এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী বায়েজিদ শেখকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন নাগরিক কমিটির প্রতিনিধি সোনাইলতলা ইউনিয়নের মো. জুবায়ের হোসেন ও আবু হাসান। তারা তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এরই মধ্যে প্রবাসী বায়েজিদ তাদের ১০ হাজার টাকা দিলেও তারা আরও ৯০ হাজার টাকা দাবি করে যাচ্ছিলেন।

বায়েজিদের অভিযোগ, চাঁদার বাকি টাকা না দিলে তাকে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন জুবায়ের ও হাসান। স্থানীয় রাজনৈতিক নেতাদের বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাননি তিনি। শেষ পর্যন্ত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন।

বায়েজিদের অভিযোগ, পুলিশও নাগরিক কমিটির সঙ্গে মিলিত হয়ে তাকে হয়রানি করছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে, নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি, তারা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে, বাড়িঘর ভাঙচুর ঠেকানোর কথা বলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের কাছ থেকেও ১০ লাখ টাকা দাবি করেছেন তারা। এ সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তবে নাগরিক কমিটির নেতা জুবায়ের ও হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ও সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তারা দাবি করেন, নৌবাহিনীর কন্টিনজেন্টে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংগঠন থেকে আমাদের বিরুদ্ধে যে শাস্তি দেয়া হবে তা মেনে নিবো।

শেয়ার করুন

নাগরিক কমিটির দুই প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সময় ০৭:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক কমিটির মোংলা শাখার দুই প্রতিনিধির বিরুদ্ধে রমরমা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত পুরো টাকা না দেয়ায় প্রবাসীকে হুমকিও দেয়া হচ্ছে। প্রতিকার পেতে প্রবাসী মো. বায়েজিদ শেখ নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, মোংলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমাঠ এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী বায়েজিদ শেখকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন নাগরিক কমিটির প্রতিনিধি সোনাইলতলা ইউনিয়নের মো. জুবায়ের হোসেন ও আবু হাসান। তারা তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এরই মধ্যে প্রবাসী বায়েজিদ তাদের ১০ হাজার টাকা দিলেও তারা আরও ৯০ হাজার টাকা দাবি করে যাচ্ছিলেন।

বায়েজিদের অভিযোগ, চাঁদার বাকি টাকা না দিলে তাকে মারধর করে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন জুবায়ের ও হাসান। স্থানীয় রাজনৈতিক নেতাদের বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাননি তিনি। শেষ পর্যন্ত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন।

বায়েজিদের অভিযোগ, পুলিশও নাগরিক কমিটির সঙ্গে মিলিত হয়ে তাকে হয়রানি করছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে, নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি, তারা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে, বাড়িঘর ভাঙচুর ঠেকানোর কথা বলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের কাছ থেকেও ১০ লাখ টাকা দাবি করেছেন তারা। এ সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তবে নাগরিক কমিটির নেতা জুবায়ের ও হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ও সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তারা দাবি করেন, নৌবাহিনীর কন্টিনজেন্টে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংগঠন থেকে আমাদের বিরুদ্ধে যে শাস্তি দেয়া হবে তা মেনে নিবো।