০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের হারে শেষ চারের স্বপ্ন শেষ পাকিস্তানেরও

ক্রীড়া ডেস্ক
  • সময় ১১:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 31

বাংলাদেশের হারে শেষ চারের স্বপ্ন শেষ পাকিস্তানেরও

ভারতের বিপক্ষে পরাজয়ের পরই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে কাগজে-কলমে তাদের সম্ভাবনা টিকে ছিল, যার জন্য বাংলাদেশকে নিউজিল্যান্ডকে হারাতে হতো। কিন্তু রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। ফলে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেরও চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। ২৭ ফেব্রুয়ারি দুই দল মুখোমুখি হবে নিয়মরক্ষার ম্যাচে।

রাওয়ালপিন্ডির উইকেট ছিল বড় রানের জন্য আদর্শ, এমনটাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিশেল স্যান্টনার ও বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩৬ রানের সংগ্রহ পায় তারা, যা ২৩ বল বাকি থাকতে তাড়া করে নিউজিল্যান্ড। যদিও রাচিন রবীন্দ্র ছাড়া কেউই স্বস্তিতে ব্যাট করতে পারেননি।

রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি
রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি

টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৩ রান করে আউট হন।

একপর্যায়ে বাংলাদেশ ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। তাওহীদ হৃদয় ২৪ বলে ৭ রান করে আউট হন, মুশফিকুর রহিম মাত্র ২ রান করে সীমানায় ক্যাচ দেন, আর মাহমুদউল্লাহ ১৪ বলে ৪ রান করেই ফিরে যান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন, আর জাকের আলী ৪৫ ও রিশাদ হোসেন ২৬ রান করে দলকে দুইশর গণ্ডি পার করান।

তাসকিন আহমেদের উল্লাস
তাসকিন আহমেদের উল্লাস

জবাবে ব্যাটিংয়ে নেমে ০ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদ উইল ইয়ংকে বোল্ড করেন, এরপর নাহিদ রানা ১৫ রানে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে আউট করেন। ৭৩ রানের মাথায় মুস্তাফিজুর রহমান ডেভন কনওয়েকে (৩০) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন।

কিন্তু এরপরই রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। রাচিন ১০৫ বলে ১১২ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ১২ চার ও ১ ছক্কা। ল্যাথাম ৫৫ রান করেন।

নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। তার ঘূর্ণিতে বাংলাদেশ ইনিংস ধসে পড়ে। উইলিয়াম ও’রোর্কি নেন ২ উইকেট।

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

শেয়ার করুন

বাংলাদেশের হারে শেষ চারের স্বপ্ন শেষ পাকিস্তানেরও

সময় ১১:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে পরাজয়ের পরই সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে কাগজে-কলমে তাদের সম্ভাবনা টিকে ছিল, যার জন্য বাংলাদেশকে নিউজিল্যান্ডকে হারাতে হতো। কিন্তু রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। ফলে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেরও চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। ২৭ ফেব্রুয়ারি দুই দল মুখোমুখি হবে নিয়মরক্ষার ম্যাচে।

রাওয়ালপিন্ডির উইকেট ছিল বড় রানের জন্য আদর্শ, এমনটাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিশেল স্যান্টনার ও বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩৬ রানের সংগ্রহ পায় তারা, যা ২৩ বল বাকি থাকতে তাড়া করে নিউজিল্যান্ড। যদিও রাচিন রবীন্দ্র ছাড়া কেউই স্বস্তিতে ব্যাট করতে পারেননি।

রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি
রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি

টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৩ রান করে আউট হন।

একপর্যায়ে বাংলাদেশ ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। তাওহীদ হৃদয় ২৪ বলে ৭ রান করে আউট হন, মুশফিকুর রহিম মাত্র ২ রান করে সীমানায় ক্যাচ দেন, আর মাহমুদউল্লাহ ১৪ বলে ৪ রান করেই ফিরে যান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন, আর জাকের আলী ৪৫ ও রিশাদ হোসেন ২৬ রান করে দলকে দুইশর গণ্ডি পার করান।

তাসকিন আহমেদের উল্লাস
তাসকিন আহমেদের উল্লাস

জবাবে ব্যাটিংয়ে নেমে ০ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদ উইল ইয়ংকে বোল্ড করেন, এরপর নাহিদ রানা ১৫ রানে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে আউট করেন। ৭৩ রানের মাথায় মুস্তাফিজুর রহমান ডেভন কনওয়েকে (৩০) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন।

কিন্তু এরপরই রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। রাচিন ১০৫ বলে ১১২ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল ১২ চার ও ১ ছক্কা। ল্যাথাম ৫৫ রান করেন।

নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। তার ঘূর্ণিতে বাংলাদেশ ইনিংস ধসে পড়ে। উইলিয়াম ও’রোর্কি নেন ২ উইকেট।

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।