০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় সাংবাদিকদের এড়িয়ে গেলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 48

সাংবাদিকদের এড়িয়ে গেলেন হাসনাত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর জরুরি সংবাদ সম্মেলনের পরপরই তার বাসভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপদেষ্টার বাসভবনের সামনে তাকে দেখা যায়। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি না হয়ে দ্রুত ভেতরে প্রবেশ করেন তিনি। উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি এড়িয়ে গেছেন। কোনো মন্তব্য করেননি এবং দ্রুততার সঙ্গে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এর আগে, রাত ৩টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সাম্প্রতিক অপরাধ বৃদ্ধির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পাচার হওয়া অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে এবং অপরাধের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই হাসনাত আব্দুল্লাহর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে উপস্থিত হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে তিনি কেন এসেছেন বা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় সাংবাদিকদের এড়িয়ে গেলেন হাসনাত

সময় ১২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর জরুরি সংবাদ সম্মেলনের পরপরই তার বাসভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপদেষ্টার বাসভবনের সামনে তাকে দেখা যায়। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি না হয়ে দ্রুত ভেতরে প্রবেশ করেন তিনি। উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি এড়িয়ে গেছেন। কোনো মন্তব্য করেননি এবং দ্রুততার সঙ্গে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এর আগে, রাত ৩টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সাম্প্রতিক অপরাধ বৃদ্ধির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পাচার হওয়া অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে এবং অপরাধের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই হাসনাত আব্দুল্লাহর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে উপস্থিত হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে তিনি কেন এসেছেন বা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।