০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১০৩ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার (তালিকাসহ)

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১২:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 43

বাংলাদেশ পুলিশ লগো

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকা ১০৩ পুলিশ কর্মকর্তার অনুকূলে দেওয়া বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, এসব পদক পুলিশ সদস্যদের বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। তবে বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্টতার কারণে তাদের থেকে এই সম্মাননা প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পদক প্রত্যাহারের তালিকা পেতে ক্লিকে চাপ দিন।

শেয়ার করুন

১০৩ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার (তালিকাসহ)

সময় ১২:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকা ১০৩ পুলিশ কর্মকর্তার অনুকূলে দেওয়া বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, এসব পদক পুলিশ সদস্যদের বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। তবে বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্টতার কারণে তাদের থেকে এই সম্মাননা প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পদক প্রত্যাহারের তালিকা পেতে ক্লিকে চাপ দিন।