০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুদকের জালে দাদাল আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৪:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে দালাল আটক

সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানকালে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করে দুদকের সদস্যরা।

অভিযান চলাকালে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ জানান, “বিআরটিএ কার্যালয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমরা জানতে পেরেছি, কিছু কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত।”

অভিযানে অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের প্রমাণ পাওয়া যায়। তিনি অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে দুদক।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ আরও বলেন, “তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, “দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে একজন দালালকে আটক করেছে। দালালের সঙ্গে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করা হবে।

শেয়ার করুন

সাতক্ষীরায় দুদকের জালে দাদাল আটক

সময় ০৪:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানকালে কার্যালয়ের নিচ থেকে দালাল আবুল হোসেনকে আটক করে দুদকের সদস্যরা।

অভিযান চলাকালে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ জানান, “বিআরটিএ কার্যালয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমরা জানতে পেরেছি, কিছু কর্মকর্তা-কর্মচারী এর সঙ্গে জড়িত।”

অভিযানে অফিস সহকারী সাইফুল ইসলামের মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের প্রমাণ পাওয়া যায়। তিনি অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে দুদক।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল হাসান শুভ আরও বলেন, “তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, “দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে একজন দালালকে আটক করেছে। দালালের সঙ্গে এক অফিস সহকারীর সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করা হবে।