০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
অল্পের জন্য রক্ষা

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ১১:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 38

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকার একটি রেলক্রসিং পার হচ্ছিল বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটি। ঠিক তখনই কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, ট্রেনটি আসার আগেই হুইসেল বাজাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় চালক সম্ভবত ট্রেনের আগমনের বিষয়টি বুঝতে পারেননি।

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। মালিকপক্ষ দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ে গেছে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈদগাঁও ইসলামাবাদ রেলক্রসিংয়ে গেইটম্যান না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ বলেন, “ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকেই ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। ফলে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। আমরা বহুবার নিরাপত্তা জোরদারের দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।”

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

শেয়ার করুন

অল্পের জন্য রক্ষা

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি

সময় ১১:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকার একটি রেলক্রসিং পার হচ্ছিল বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটি। ঠিক তখনই কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, ট্রেনটি আসার আগেই হুইসেল বাজাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় চালক সম্ভবত ট্রেনের আগমনের বিষয়টি বুঝতে পারেননি।

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। মালিকপক্ষ দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ে গেছে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈদগাঁও ইসলামাবাদ রেলক্রসিংয়ে গেইটম্যান না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ বলেন, “ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকেই ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। ফলে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। আমরা বহুবার নিরাপত্তা জোরদারের দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।”

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।