সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু | Bangla Affairs
০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ১০:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 48

বিশ্ব ইজতেমা (ফাইল ফটো)

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা। ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মুসল্লিরাও দলে দলে আসতে শুরু করেছেন।

নিরাপত্তার বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, প্রথম পর্বের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। মাঠজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিন দিনের এই আয়োজন, যা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাঁদের জন্য নির্ধারিত খিত্তাগুলোতে তাঁরা অবস্থান নিচ্ছেন। আয়োজকদের মতে, পুরো ইজতেমা প্রাঙ্গণকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে এবং শুক্রবার জুমার নামাজে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের ইজতেমার প্রথম দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে পবিত্র শবে বরাত পালিত হবে।

এর আগে ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু

সময় ১০:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা। ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মুসল্লিরাও দলে দলে আসতে শুরু করেছেন।

নিরাপত্তার বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, প্রথম পর্বের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে। মাঠজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিন দিনের এই আয়োজন, যা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাঁদের জন্য নির্ধারিত খিত্তাগুলোতে তাঁরা অবস্থান নিচ্ছেন। আয়োজকদের মতে, পুরো ইজতেমা প্রাঙ্গণকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে এবং শুক্রবার জুমার নামাজে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের ইজতেমার প্রথম দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে পবিত্র শবে বরাত পালিত হবে।

এর আগে ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হয়।