০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
পত্রিকা অফিসে ভাঙচুর

উপদেষ্টার ভাগনে পরিচয়ে ফতুল্লায় জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 63

উপদেষ্টার ভাগনে পরিচয়ে ফতুল্লায় জমি দখলের চেষ্টা

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি এলাকায় একজন উপদেষ্টার ভাগনে পরিচয় দিয়ে জমি দখল এবং পত্রিকা অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে রিন্টু বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয়দের ও ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত রিন্টু নিজেকে এক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার ভাগনে পরিচয় দিয়ে প্রায় দুই শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। বাধা দিলে নিরাপত্তাকর্মীদের মারধর করা হয় এবং গোডাউন ও সিসিটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ডও ক্ষতিগ্রস্ত করা হয়।

খবর পেয়ে দ্রুত ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জমির মালিক তাইজুল ইসলাম রাজীব জানান, ‘আমার বাবা প্রায় তিন দশক আগে এই জমি ক্রয় করেন এবং সেই থেকেই আমরা ভোগদখল করে আসছি। আজ সকালে রিন্টু তার বাহিনীসহ এসে আমাদের জমি দখল করতে চেয়েছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে প্রবেশ করে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এতে বাধা দিলে আমাদের নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়, সিসিটিভি ক্যামেরা ও পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এমনকি তারা ভাড়াটিয়া গোডাউনের তালা ভেঙে মালামাল লুট করে।’

তিনি আরও জানান, ‘গতকাল এক ব্যবসায়ী নেতা উজ্জীবিত বাংলাদেশের এক প্রতিনিধিকে ফোন করে জানান, এক সরকারের উপদেষ্টার স্বামী জমিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তবে আলোচনার আগেই আজকের এই হামলার ঘটনা ঘটে।’

এ বিষয়ে দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকলে আইনানুগভাবে সমাধান করা উচিত। কিন্তু অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করা বেআইনি কাজ। আমাদের অফিসের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলেও রিন্টুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পক্ষ হামলা চালিয়েছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর ও কিছু মালামাল লুট করেছে বলে জানা গেছে।’

ওসি আরও বলেন, ‘উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

পত্রিকা অফিসে ভাঙচুর

উপদেষ্টার ভাগনে পরিচয়ে ফতুল্লায় জমি দখলের চেষ্টা

সময় ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারি এলাকায় একজন উপদেষ্টার ভাগনে পরিচয় দিয়ে জমি দখল এবং পত্রিকা অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে রিন্টু বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয়দের ও ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত রিন্টু নিজেকে এক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার ভাগনে পরিচয় দিয়ে প্রায় দুই শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। বাধা দিলে নিরাপত্তাকর্মীদের মারধর করা হয় এবং গোডাউন ও সিসিটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ডও ক্ষতিগ্রস্ত করা হয়।

খবর পেয়ে দ্রুত ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জমির মালিক তাইজুল ইসলাম রাজীব জানান, ‘আমার বাবা প্রায় তিন দশক আগে এই জমি ক্রয় করেন এবং সেই থেকেই আমরা ভোগদখল করে আসছি। আজ সকালে রিন্টু তার বাহিনীসহ এসে আমাদের জমি দখল করতে চেয়েছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে প্রবেশ করে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এতে বাধা দিলে আমাদের নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়, সিসিটিভি ক্যামেরা ও পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এমনকি তারা ভাড়াটিয়া গোডাউনের তালা ভেঙে মালামাল লুট করে।’

তিনি আরও জানান, ‘গতকাল এক ব্যবসায়ী নেতা উজ্জীবিত বাংলাদেশের এক প্রতিনিধিকে ফোন করে জানান, এক সরকারের উপদেষ্টার স্বামী জমিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তবে আলোচনার আগেই আজকের এই হামলার ঘটনা ঘটে।’

এ বিষয়ে দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকলে আইনানুগভাবে সমাধান করা উচিত। কিন্তু অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করা বেআইনি কাজ। আমাদের অফিসের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলেও রিন্টুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পক্ষ হামলা চালিয়েছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর ও কিছু মালামাল লুট করেছে বলে জানা গেছে।’

ওসি আরও বলেন, ‘উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’