০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে পাঁচ ছিনতাইকারী আটক

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৮:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 69

কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের সময় ট্যুরিস্ট পুলিশ পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার শহরের পাহাড়তলীতে বসবাসরত শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদের পুত্র মো. সোহেল (২০), চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর পুত্র দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মৃত জহির আলমের পুত্র ইদ্রিস (৩২)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ট্যুরিস্ট পুলিশ তাদের আটক করে। পৃথক অভিযানে পাঁচজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

কক্সবাজারে পাঁচ ছিনতাইকারী আটক

সময় ০৮:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের সময় ট্যুরিস্ট পুলিশ পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার শহরের পাহাড়তলীতে বসবাসরত শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদের পুত্র মো. সোহেল (২০), চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর পুত্র দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মৃত জহির আলমের পুত্র ইদ্রিস (৩২)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ট্যুরিস্ট পুলিশ তাদের আটক করে। পৃথক অভিযানে পাঁচজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।