০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বৈষম্যবিরোধীদের টার্গেট করে গুলি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 51

টার্গেট করে গুলি

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের টার্গেট করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই হামলায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, তাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী মোবাশ্বের হোসেন আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আলী আহমেদের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এক আন্দোলনকর্মী জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় মোবাশ্বেরসহ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছোড়া গুলিটি মোবাশ্বেরের ডান হাতে লাগে, তবে তিনি প্রাণে বেঁচে যান।

গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

শেয়ার করুন

গাজীপুরে বৈষম্যবিরোধীদের টার্গেট করে গুলি

সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের টার্গেট করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই হামলায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, তাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী মোবাশ্বের হোসেন আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আলী আহমেদের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এক আন্দোলনকর্মী জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় মোবাশ্বেরসহ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছোড়া গুলিটি মোবাশ্বেরের ডান হাতে লাগে, তবে তিনি প্রাণে বেঁচে যান।

গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।