০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে সমন্বয়ক রাশেদ খানের পিতা গাঁজাসহ আটক, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 78

সমন্বয়ক রাশেদ খানের পিতা গাঁজাসহ আটক, কারদণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের পিতাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কদমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। তাদের জরিমানার ও কারদণ্ডও দেয়া হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত আতাউর জামানের ছেলে ও আহ্বায়ক রাশেদ খানের পিতা আবু তাহের (৫০) ও একই এলাকার মৃত সামেদ বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলম (৫০)।

এসময় আহ্বায়ক রাশেদ খানের পিতা আবু তাহেরের চায়ের দোকানের পেছন থেকে ৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
অপরদিকে একই সময় মোহাম্মদ আলমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জানা যায়, মোহাম্মদ আলম একজন পেশাদার গাঁজা বিক্রেতা এবং আবু তাহের একজন গাঁজা সেবনকারী। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আবু তাহের গাঁজা সেবনের কথা স্বীকার করেন। ফলে আদালত তাকে ২০০ টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, গাঁজা বিক্রেতা মোহাম্মদ আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

যশোরে সমন্বয়ক রাশেদ খানের পিতা গাঁজাসহ আটক, কারাদণ্ড

সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের পিতাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কদমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। তাদের জরিমানার ও কারদণ্ডও দেয়া হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত আতাউর জামানের ছেলে ও আহ্বায়ক রাশেদ খানের পিতা আবু তাহের (৫০) ও একই এলাকার মৃত সামেদ বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলম (৫০)।

এসময় আহ্বায়ক রাশেদ খানের পিতা আবু তাহেরের চায়ের দোকানের পেছন থেকে ৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
অপরদিকে একই সময় মোহাম্মদ আলমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জানা যায়, মোহাম্মদ আলম একজন পেশাদার গাঁজা বিক্রেতা এবং আবু তাহের একজন গাঁজা সেবনকারী। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে আবু তাহের গাঁজা সেবনের কথা স্বীকার করেন। ফলে আদালত তাকে ২০০ টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, গাঁজা বিক্রেতা মোহাম্মদ আলমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়।