০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করে ক্রিকেট মাঠে ফিরতে চান হান্নান

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 47

হান্নান সরকার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্বাচকদের পদত্যাগ করার নজির খুব কমই আছে। তবে সেটি করে দেখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। এক সময়ের ওপেনার হান্নানের এই পদত্যাগ নিয়ে চলছে নানামূখী জল্পনা কল্পনা। বিপিএল চলাকালীন সময়েই কেন তিনি পদত্যাগের ঘোষণা দিলেন; সেটি নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। তবে সেই জবাবও দিয়েছেন হান্নান সরকার। বলেছেন, তিনি এসি রুমে বসে থাকার লোক নন, ক্রিকেটে মাঠেই ফিরতে চান। কোচিং ক্যারিয়ারে মন দিতেই নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার।

বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ ছাড়াও গাজী আশরাফ হোসেন লীপু থেকে শুরু করে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্ব দিয়েছেন দলের জাতীয় দলের নির্বাচক হিসাবে।

তবে নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বিপিএল’র ১১ তম আসর। স্পট ফিক্সিংয়ের কালো থাবা থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের সুযোগ সুবিধা না দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হান্নান সরকারের ইনিংস
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হান্নান সরকারের ইনিংস

বিপিএল চলাকালেই পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। যদিও বিপিএল ভিন্ন একটি টুর্নামেন্ট এবং এর সঙ্গে জাতীয় দলের নির্বাচকদের জড়িত থাকার কথা নয়, তবুও ভক্তদের মনে প্রশ্ন- কেন বিপিএল বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন হান্নান?

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন হান্নান সরকার। এরপর গণমাধ্যমগুলো সে খবর প্রকাশ করে। তবে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটের গুরু দায়িত্ব ছাড়লেন, সে প্রশ্নের উত্তর জানতে হান্নান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের কারণ প্রকাশ করেছেন।

হান্নান সরকার বলেন, ‘আসলে আমি কোচিংকে ক্যারিয়ার হিসেবে নিতে আগ্রহী। দল নির্বাচন আর কোচিং তো একসঙ্গে করা যায় না। তাই আমি নির্বাচকের পদ থেকে সঁরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন

পদত্যাগ করে ক্রিকেট মাঠে ফিরতে চান হান্নান

সময় ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্বাচকদের পদত্যাগ করার নজির খুব কমই আছে। তবে সেটি করে দেখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। এক সময়ের ওপেনার হান্নানের এই পদত্যাগ নিয়ে চলছে নানামূখী জল্পনা কল্পনা। বিপিএল চলাকালীন সময়েই কেন তিনি পদত্যাগের ঘোষণা দিলেন; সেটি নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। তবে সেই জবাবও দিয়েছেন হান্নান সরকার। বলেছেন, তিনি এসি রুমে বসে থাকার লোক নন, ক্রিকেটে মাঠেই ফিরতে চান। কোচিং ক্যারিয়ারে মন দিতেই নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার।

বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ ছাড়াও গাজী আশরাফ হোসেন লীপু থেকে শুরু করে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্ব দিয়েছেন দলের জাতীয় দলের নির্বাচক হিসাবে।

তবে নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বিপিএল’র ১১ তম আসর। স্পট ফিক্সিংয়ের কালো থাবা থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের সুযোগ সুবিধা না দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হান্নান সরকারের ইনিংস
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হান্নান সরকারের ইনিংস

বিপিএল চলাকালেই পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। যদিও বিপিএল ভিন্ন একটি টুর্নামেন্ট এবং এর সঙ্গে জাতীয় দলের নির্বাচকদের জড়িত থাকার কথা নয়, তবুও ভক্তদের মনে প্রশ্ন- কেন বিপিএল বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন হান্নান?

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন হান্নান সরকার। এরপর গণমাধ্যমগুলো সে খবর প্রকাশ করে। তবে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটের গুরু দায়িত্ব ছাড়লেন, সে প্রশ্নের উত্তর জানতে হান্নান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের কারণ প্রকাশ করেছেন।

হান্নান সরকার বলেন, ‘আসলে আমি কোচিংকে ক্যারিয়ার হিসেবে নিতে আগ্রহী। দল নির্বাচন আর কোচিং তো একসঙ্গে করা যায় না। তাই আমি নির্বাচকের পদ থেকে সঁরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’