ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বাজেট পেশ: মধ্যবিত্তদের স্বস্তির খবর

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 25

নির্মলা সীমারামন

মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর দিয়ে ভারতে নতুন বাজেট পেশ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর।

নির্মলা সীতারামন, মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে।

‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।

বাজেট নথিতে বলা হয়েছে, ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হতো না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।

বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোতে করের নতুন স্ল্যাব ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি বলেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে ৪ লাখ রুপি পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর ৪ থেকে লাখ রুপি পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ রুপি আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লাখ রুপি আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। তবে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার।

এতদিন ভারতে বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনো কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লাখ রুপি হলে কর আরোপ হতো ৫ শতাংশ।

শেয়ার করুন

ভারতে বাজেট পেশ: মধ্যবিত্তদের স্বস্তির খবর

সময় ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর দিয়ে ভারতে নতুন বাজেট পেশ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর।

নির্মলা সীতারামন, মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে।

‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।

বাজেট নথিতে বলা হয়েছে, ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হতো না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।

বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোতে করের নতুন স্ল্যাব ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি বলেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে ৪ লাখ রুপি পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর ৪ থেকে লাখ রুপি পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ রুপি আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লাখ রুপি আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। তবে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার।

এতদিন ভারতে বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনো কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লাখ রুপি হলে কর আরোপ হতো ৫ শতাংশ।