ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • / 23

টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি।

আগামীকাল সোমবার পিটিশনের মাধ্যমে তাঁকে তাঁর নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।

এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিক
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিক

যদিও এসব অভিযোগ অস্বীকার করে, মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান টিউলিপ।

পদত্যাগপত্র গ্রহণের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তাঁর জন্য ‘ভবিষ্যতে দরজা খোলা থাকবে।’ প্রধানমন্ত্রী টিউলিপের পদত্যাগের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, টিউলিপ সিদ্দিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ

সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি।

আগামীকাল সোমবার পিটিশনের মাধ্যমে তাঁকে তাঁর নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।

এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিক
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিক

যদিও এসব অভিযোগ অস্বীকার করে, মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান টিউলিপ।

পদত্যাগপত্র গ্রহণের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তাঁর জন্য ‘ভবিষ্যতে দরজা খোলা থাকবে।’ প্রধানমন্ত্রী টিউলিপের পদত্যাগের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, টিউলিপ সিদ্দিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।