কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
- সময় ১১:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 27
কুষ্টিয়ায় ভেড়ামারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব
অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায় , বুধবার ভোর ৪ টায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের আশেপাশের এলাকায় ১টি অভিযান পরিচালনা করে। অভিযানে তারা পৃথক দুটি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও ককটেল থানায় বুঝে নেওয়া হয়েছে।এবিষয়ে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited