ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক

সিনিয়র প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ১০:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • / 25

৩৫ বোতল ভারতীয় মদ আটক

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে এক বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড নেত্রকোনা ব্যটালিয়নের সদস্যরা। বুধবার(২২ জানুয়ারি) বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে চোরাকারবারিরা আমদানি নিষিদ্ধ ভারতের বিভিন্ন মাদকদ্রব্য পাচার করছে। মাঝেমধ্যে এ চোরাচালান কিছুটা থেমে থাকলে ও একেবারে বন্ধ করা সম্ভব হয়নি। কমবেশি মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের পণ্য এখনো উল্লেখিত পথ দিয়ে আসছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র ছয় সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নাম এলাকায় সীমান্ত পিলার ১১৬২ এমপি সংলগ্ন নেত্রকোনার অভ্যন্তরে আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক করে টহলরত টিম। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে গেছে।

তিনি আরও জানান, ভারত থেকে চোরাকারবারিদের আনা মদের বোতলগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হস্তান্তর করা হবে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক

সময় ১০:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরে এক বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড নেত্রকোনা ব্যটালিয়নের সদস্যরা। বুধবার(২২ জানুয়ারি) বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলা সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে চোরাকারবারিরা আমদানি নিষিদ্ধ ভারতের বিভিন্ন মাদকদ্রব্য পাচার করছে। মাঝেমধ্যে এ চোরাচালান কিছুটা থেমে থাকলে ও একেবারে বন্ধ করা সম্ভব হয়নি। কমবেশি মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের পণ্য এখনো উল্লেখিত পথ দিয়ে আসছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র ছয় সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নাম এলাকায় সীমান্ত পিলার ১১৬২ এমপি সংলগ্ন নেত্রকোনার অভ্যন্তরে আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদ আটক করে টহলরত টিম। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে গেছে।

তিনি আরও জানান, ভারত থেকে চোরাকারবারিদের আনা মদের বোতলগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হস্তান্তর করা হবে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।