দুদিনেই ৭ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
- সময় ১০:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 17
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে দুদিনেই ৭ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার সদরের মাঝিরঘাট খুরুশকুল ব্রিজসংলগ্ন ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার ভোররাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের এই এলাকায় মাদকবিরোধী বিশেষ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
গ্রেপ্তার মাদককারবারি হলেন কক্সবাজার সদরের ভারুয়াখালী ২নং ওয়ার্ডের সওদাগরপাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মোহাম্মদ ছলিম (৫৫)। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভায় বাস করেন।
র্যাব-১৫ এর ল অ্যান্ড মিডিয়া অফিসার আ ম ফারুক জানান, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার সদরের বাঁকখালী নৌপথে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের আভিযানিক দল কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান ২২ জানুয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪,৫০,০০০ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত কেরন।
তিনি বলেন, সীমান্তে মাদক-চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখ্যযোগ্য সংখ্যক আসামী গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার সময় লেদা বিওপির পৃথক দুটি দল অভিযান পরিচালনার সময় নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারে লিপ্ত দলটি বিপুল পরিমাণ ইয়াবা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায়।
একইদিন দিবাগত রাতে ঐ এলাকা তল্লাশী করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত সর্বমোট ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে মাদক বহণের সাথে বাংলাদেশী কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।
বুধবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা উখিয়ার পালংখালী সীমান্তে উলুবনিয়া ও আঞ্জুমান পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেন।
এ নিয়ে গত দুদিনের ব্যবধানে কক্সবাজার, উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান পরিচালনা করে ৭ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।