সুপ্রীম কোর্টের আইনজীবী অপহরণ মামলায়
বায়োজিন কসমিসিউটিক্যালসের মালিক জেল হাজতে
- সময় ০৭:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 38
বিউটি পার্লার ও বিউটি পণ্য প্রস্ততকারক ও বিপণন প্রতিষ্ঠান বায়োজিন কসমিসিউটিক্যালসের
( Bio-Xin Cosmeceuticals) মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জুয়েলকে অপহরণ মামলায় জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তারের আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর জামালপুর জজ আদালতের সামনে থেকে সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ জাকির হোসেন কে অপহরণের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত।
অপহরণকারীরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) সদস্য পরিচয় দিয়ে আইনজীবী জাকির কে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় পথচারী ও স্বজনদের সহযোগিতার অপহরণের হাত থেকে বেঁচে যায় জাকির।
জমি নিয়ে বিরোধের জেরে বায়োজিনের মালিক জাহিদুল হকের সঙ্গে তার বিরোধ এবং এ নিয়ে মামলার ঘটনায় আইনজীবী জাকির ওইদিন জামালপুর আদালতে গিয়েছিলেন। এ কারণে আইনজীবী জাকিরকে অপহরণে জাহিদুলের সম্পৃক্ততার অভিযোগ উঠে।
পরবর্তীতে আইনজীবী জাকির বাদি হয়ে জামালপুর জুডিশিয়াল আদালতে এ নিয়ে বারোজনের নাম উল্লেখ করে আরও দশ থেকে পনেরো জন কে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা করেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited