জি কে শামীমের দুর্নীতি মামলার রায় পিছিয়েছে
- সময় ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 19
আলোচিত ঠিকাদার ও যুবলীগ নেতা জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রায়ের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক মো. রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘আজ মামলাটির রায়ের দিন ধার্য ছিল। তবে আসামীপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। তারা সংক্ষিপ্ত যুক্তিতর্ক তুলে ধরেছেন। আমরাও প্রতি উত্তর দিয়েছি। আগামী ৩০ জানুয়ারি পুনরায় রায়ের তারিখ ধার্য করা হয়েছে।’
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। এপর ২০২২ সালের ১৮ অক্টোবর তাঁদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited