ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধা মা-ছেলেকে কোপাল প্রতিবেশীরা

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • সময় ১০:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • / 31

বৃদ্ধা মা ও ছেলেকে কুপিয়ে আহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় বৃদ্ধা মা ও তার ছেলেকে কুৃপিয়ে আহত করেছে প্রতিবেশীরা। উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে আব্দুর রহমান নামে এক যুবক ও তার বৃদ্ধা মাতা ফরিদা বেগমকে গুরুতর আহত করেছে প্রতিবেশীর। এসময় দুইটি বাছুরসহ পাঁচটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।

সরজমিনে গেলে ভুক্তভোগী আল আমিন ও তার স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এক ইউপি সদস্যের যোগসাজেশে পূর্ব পরিকল্পিত ভাবে সোমবার সকালে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে মৃত পন্ডিত মিয়ার ছেলে হাসিম উদ্দিন, আব্দুস সালাম, নাজিম উদ্দীন, মেয়ে আমিনা বেগম, স্ত্রী সাহারা খাতুনসহ আরও চার পাঁচজন তাদের বসতবাড়িতে হামলা চালায়।

এসময় বাড়ী ঘরে ভাংচুর ও পাঁচটি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও তার বৃদ্ধা মাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের সহায়তায় পুলিশের মাধ্যমে গরুগুলো উদ্ধার করা হয়। এঘটনায় ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ার করুন

বৃদ্ধা মা-ছেলেকে কোপাল প্রতিবেশীরা

সময় ১০:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় বৃদ্ধা মা ও তার ছেলেকে কুৃপিয়ে আহত করেছে প্রতিবেশীরা। উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে আব্দুর রহমান নামে এক যুবক ও তার বৃদ্ধা মাতা ফরিদা বেগমকে গুরুতর আহত করেছে প্রতিবেশীর। এসময় দুইটি বাছুরসহ পাঁচটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।

সরজমিনে গেলে ভুক্তভোগী আল আমিন ও তার স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এক ইউপি সদস্যের যোগসাজেশে পূর্ব পরিকল্পিত ভাবে সোমবার সকালে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে মৃত পন্ডিত মিয়ার ছেলে হাসিম উদ্দিন, আব্দুস সালাম, নাজিম উদ্দীন, মেয়ে আমিনা বেগম, স্ত্রী সাহারা খাতুনসহ আরও চার পাঁচজন তাদের বসতবাড়িতে হামলা চালায়।

এসময় বাড়ী ঘরে ভাংচুর ও পাঁচটি গরুসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও তার বৃদ্ধা মাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের সহায়তায় পুলিশের মাধ্যমে গরুগুলো উদ্ধার করা হয়। এঘটনায় ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে