রামপালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
- সময় ০৬:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 20
রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে ফয়লাহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে কৃষক দলের সাবেক উপজেলা সভাপতি মো. আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, মো. লুৎফর রহমান মোড়ল, মাহাতাব আলী মোড়ল, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্লাহ আজমি, শেখ মোতাহার আলী, মাহাফুজুল হক চিক, মো. জাহিদুল ইসলাম বাবলা, হাওলাদার মুজিবর রহমান বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মো. আক্তারুজ্জামান, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামিমুর রহমান তিতাস, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্র নেতা মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে তনয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সঠিক বিএনপি কর্মী বাছাই করে বিএনপির ভোটার তালিকা প্রস্তুত করার দাবী জানান। একশো একশো ভাগের কমিটিতে কোন আওয়ামী লীগের লোকজন যারা স্বৈরাচারীরর দোষরদের কোন অবস্থায় কমিটিতে আসতে দেয়া হবে না। এ জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited