টিকা না পেয়ে ঢাকায় সৌদিগামীদের বিক্ষোভ
- সময় ০১:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 34
পবিত্র ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে চাইলেই যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ম্যানিনজাইটিসের টিকা। কিন্তু এই টিকা না পেয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন সৌদগামীরা।
এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন প্রবাসী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন।
এদিকে পান্থপথে বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন।
পুলিশ জানায়, আন্দোলনরতদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী। এছাড়া ওমরা হজের যাত্রীও আছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুয়েকটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা টিকা পাননি। সেসব হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীরা।
সৌদিগামী যাত্রীরা জানান, বিভিন্ন হাসপাতালে থেকে তাদের বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে টিকা পাবেন। কিন্তু স্কয়ারেও প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয়। তাদের কাছে তো এত টিকার স্টক নেই।
স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান বলেন, সকাল সাড়ে ৮টা থেকে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা এসে বসে আছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনও টিকা নেই। যা ছিল গতকাল পর্যন্ত আমরা দিয়েছি। এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা বলছে, নতুন করে টিকা আনতে অন্তত ১০-১৫ দিন লাগবে। এই মুহূর্তে তো আমাদের কিছুই করার নেই।
তিনি বলেন, এর আগে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা টিকা লাগতো। হুট করেই সৌদি সরকারের কী সিদ্ধান্ত হলো, এখন হাজারও মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। এর মধ্যে আবার অন্যান্য কয়েকটি হাসপাতালও তাদের কাছে টিকা নিতে যাওয়া লোকদের আমাদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। এটি একটি স্লো মুভিং টিকা। অর্ডার দেওয়ার পরও বেশ সময় নিয়ে আসে। আমরা একাধিকবার রেডিয়েন্ট ফার্মাকে অনুরোধ করেছি কিছু করার জন্য। কিন্তু তারা বলছে পারবে না। এখন আমাদের কি করার আছে? আমাদের তো টিকা দিলে কোনো সমস্যা নেই। বরং আমাদের লাভ।
তিনি আরও বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা চাইলেই এই মুহূর্তে টিকা আনতে পারবো না। এখন সরকার যদি ব্যবস্থা করতে পারে, তাহলে বিষয়টি তাদের দেখার অনুরোধ।
টিকা প্রসঙ্গে জানতে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান, হজ যাত্রীরা নিয়মিত এই টিকা সরকারি হাসপাতালে নিতে পারেন। তবে ওমরা যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশনা আমরা এখনও পাইনি।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার ১০ দিন আগে ম্যানিনজাইটিস টিকা বাধ্যতামূলক। টিকা গ্রহণের পর সনদসহ ভ্রমণের কথা বলা হয়েছে নির্দেশনায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।
তবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, সৌদি আরবে যেতে কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না। শুধু ওমরা ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদের ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।