পর্তুগালে গ্রিনফিল্ড একাডেমির যাত্রা শুরু
- সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 21
পর্তুগালের রাজধানী লিসবনের ওলাইস এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন পর্তুগিজ ভাষা শিক্ষার প্রতিষ্ঠান ‘ গ্রিনফিল্ড একাডেমি’। সোমবার ( ২০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ এর কোরআন তেলাওয়াত এবং গ্রিনফিল্ড একাডেমির ব্যবস্থাপনা পরিচালক রিফাত বিন আইয়ুবের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটি নেতা বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন।
তসলিম বলেন, যে প্রবাসের মাটিতে দিন দিন আমরা বাংলাদেশীরা বিভিন্ন সেবা প্রদান করছি, ভাষা শিক্ষার এই ব্যবসাও তাদের মধ্যে একটি । আমরা যেন শুধু সার্টিফিকেট দেওয়ার এর জন্য একাডেমি না করে সবাইকে সঠিক শিক্ষা প্রদান করা হয়, এটাই যেন হয় মূল লক্ষ্য।
ব্যবসায়ী রবিউল ইসলাম, প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দীকী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল চৌধুরী, মুস্তাফিজুর রাহমান,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদসহ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পর্তুগালের জাতীয়তা আবেদনের ক্ষেত্রে পর্তুগিজ ভাষা শিক্ষা সার্টিফিকেট বাধ্যতামূলক। এখানে প্রয়োজনের তুলনায় দেশীয় প্রতিষ্ঠান কম থাকায় প্রবাসীদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। পর্তুগাল প্রবাসী রিফাত বিন আইয়ুব,সৈয়দ সামিউল আলম, কে এম মাসউদুল হকের মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রিনফিল্ড একাডেমি হওয়াতে প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন প্রবাসীরা ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো জানানো হয়, লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম কায়েস আহমদ আব্দুল্লাহ এর তত্ত্বাবধানে প্রবাসী শিশুদের জন্য বিনামূল্যে ইসলামি শিক্ষার ব্যবস্থা থাকবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited