কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ আসামি গ্রেপ্তার
- সময় ১১:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 18
কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মজিবর রহমান শেখ হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহত ভ্যানচালক মজিবর রহমান শেখ উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই নিকট আত্মীয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত মজিবরের ছোটভাই মজনু শেখ (৫৫), তার স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগনে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ি জমি ও ২৫ হাজার পাওনা টাকার জেরে গত ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে জখম করেন তার ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এরপর অসুস্থ অবস্থায় ১২ নভেম্বর বাড়িতে মারা যান।
পরদিন নিহত মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে আসামিরা। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited