তিন পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি
- সময় ০৯:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 20
টেকনাফ স্থলবন্দরের আসার পথে আটক হওয়া মিয়ানমারের পণ্যবাহী চারটি কার্গোর মধ্যে তিনটি কার্গো ছেড়ে দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার বিজিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির ওই বিবৃতিতে বলা হয়, ‘গত ১৮ জানুয়ারি মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে যাওয়ার পথে চারটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। বিজিবি কক্সবাজার রিজিয়নের ক্রমাগত বোঝানো এবং যোগাযোগের পর আজ সকাল সাড়ে দশটায় এই জাহাজগুলির মধ্যে তিনটি সফলভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছেছে। আগামীকালের মধ্যে চতুর্থ জাহাজটি ছাড়ার কথা রয়েছে।’
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো জাহাজ তিনটি নিয়ে যায় আরাকান আর্মি। এরপর শনিবার একটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দেয়। এরপর আজ আরো দুইটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।
এদিকে, স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘পণ্যবাহী কার্গোগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা পণ্য ছিল।’
স্থানীয়রা জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে পণ্যবাহী কোনো জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ গত ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে।
জানা যায়, আটক হওয়া জাহাজগুলোতে ইয়াঙ্গুন থেকে আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজার বস্তার বেশি পণ্য নিয়ে আসছিল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited